বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
বরিশালে “Poor Aid Society” সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে খাদ্য সহয়তা প্রদান করেছেন।
শুক্রবার (২২মে) সকলে চরয়াইচা, পুলেরহাট, ৬ নং ওয়ার্ডে দ্বীতৃয় বারের মত অসহায় ১০০ পরিবারের কাছে ঈদের শুভেচ্ছা উপহার পৌছে দেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন ৭ নং চরকাউয়া ইউনিয়ন এর ইউপি সদস্য মো সাইদুল আলন লিটন।
“Poor Aid Society” ( দারিদ্র সহায়তা সংস্থা) এটি স্থানীয় যুব সমাজের একটি সংগঠন। এ সংগঠনটি সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে।
উল্লেক্ষ্য এর আগে করোনা শুরু হওয়ার পর পরই অসহায় মানুষদের মাঝে তাদের সাধ্যমত ত্রান বিতরণ করেছে।