শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন
বরিশাল জেলায় নতুন করে আরও ৪ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫ জন।
বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত শনাক্ত হওয়া চারজনই বরিশাল নগরীর বাসিন্দা। এদের মধ্যে একজন বরিশাল নগরীর সাগরদী, একজন সিএন্ডবি রোড, একজন দক্ষিণ আলেকান্দা এবং অপরজন কালীবাড়ি রোডের বাসিন্দা।
এছাড়া একই দিন জেলায় করোনা আক্রান্তদের মধ্যে দু’জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে বরিশাল জেলায় প্রাণঘাতী করোনা থেকে আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে।
তাছাড়া জেলার মুলাদী উপজেলায় আক্রান্ত শনাক্ত হওয়ার আগেই মৃত্যু হয় এক দিনমজুরের। মৃত্যুর পরে নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত বরিশাল মহানগরীতে ৮৩ জন, বাবুগঞ্জে ১২ জন, উজিরপুরে ৮ জন, মেহেন্দীগঞ্জে ৫ জন, বাকেরগঞ্জে ৪ জন, বানারীপাড়া, হিজলা ও আগৈলঝাড়ায় ৩ জন করে মোট ৯ জন, গৌরনদী ও মুলাদী উপজেলায় দু’জন করে মোট ৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এছাড়া আক্রান্তদের মধ্যে ১০ জন চিকিৎসক, ৭ জন নার্স, ১ জন মেডিকেল টেকনোলজিস্ট, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক ও ২৮ জন পুলিশ সদস্য রয়েছে।