শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন
বরিশাল জেলায় নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১২১ জনে এবং সুস্থ হয়েছেন ৩৯ জন।
বুধবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সেখান থেকে জানানো হয়, বরিশাল নগরীর সাগরদি এলাকার ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়াও সিএন্ডবি রোড, কাউনিয়া, চাঁদমারি, পলাশপুর ও শের-ই বাংলা মেডিকেল কলেজর এলাকার ১জন করে মোট ৫ জন, উজিরপুর ও বাকেরগঞ্জ উপজেলায় ২জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই সদস্য এবং জেলা পুলিশের এক সদস্য।
সব মিলিয়ে এ পর্যন্ত বরিশাল জেলায় ২৮ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে এ জেলায় নতুন করে ০১ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়েছে । এই পর্যন্ত মোট ৩৯ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।