বুধবার, ১৪ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
ঘুর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। ১৯ মে দিবাগত রাতে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আম্ফান’। সে লক্ষে ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় বাবুগঞ্জ উপজেলা প্রশসনের পক্ষ থেকে প্রস্তুত রয়েছে ১৩ টি সাইক্লোন শেল্টার, ৩৫ টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৭ টি মেডিকেল টিম।
রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোকাবেলা প্রস্তুত কমিটির এক জরুরী সভায় উপজেলা নির্বাহী অফিসার সুজিত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এ সভায় উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরাও উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলার জন্য ইতোমধ্যে সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার, প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব, দূর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলো প্রস্তুত রাখা এবং দুর্যোগ মোকাবেলায় ৫ সদস্যের একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাস সরকার জানিয়েছেন, ঘুর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলা ও ঘূর্ণিঝড় পরবর্তী চিকিৎস্যা সেবা নিশ্চিত করতে আমাদের ৭ টি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে।