রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালী-০৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব বলেছেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকায় পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। মানুষের সেবা করা জন্য এই এলাকায় এসেছি। মানুষকে ভালবাসার জন্য এসেছি। এ এলাকার উন্নয়নই আমার লক্ষ্য। আপনারা নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন। এ এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার তা আমি করব। শনিবার শেষ বিকালে ধানখালী ডিগ্রি কলেজ মাঠে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আসি নাই। আমরা মানুষকে দিতে চাই। যদি আল্লাহ আমাদের কবুল করেন আপনাদের যা যা প্রাপ্প আমি আপনাদের কাছে পৌছে দেব। আজ দেখেন কলাপাড়ায় উন্নয়নের জোয়ার বইছে। সাবমেরিন কেবল ল্যান্ডিং ষ্টেশন, তাপ বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দর, সমুদ্র বন্দর কুয়াকাটা এ সব উন্নয়ন শেখ হাসিনার হাতে গড়া। নৌকায় ভোট দিয়ে ভবিষ্যতে দক্ষিন এলাকার আরও উন্নয়ন করার সুযোগ দিন।
তিনি ধানখালী ও চম্পাপুর এলাকার জনগনকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের এলাকায় যে অসমাপ্ত কাজ আছে আমি নির্বাচিত হতে পারলে তা সমাপ্ত করব। আপনাদের যে সকল চাওয়া আছে আমরা তা পূরন করব। আপনারা সবাই স্বতস্ফূর্ত হয়ে নৌকায় ভোট দিন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, রাজনীতি মানে মানুষকে ভালবাসা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের ¯েœহ করা। রজনীতি মানে আমি যত বড় হব, আমার ব্যবহার তত নমনীয় হবে। আশা করি আপনারা নেতা কর্মীরা সেভাবে কাজ করবেন।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রাকিবুল আহসান, উপজেলা চেয়্যারমান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউর রহমান বদি, জেলা পরিষদ সদস্য মোসারেফ হোসেন প্রমুখ। এছাড়া এ পথ সভায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।