বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
উপকূলীয় এলাকার যেসব স্থানে ক্ষতিগ্রস্থ এবং ঝূঁকিপূর্ন বেরী বাঁধ আছে সেইসব এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডও ক্ষতিগ্রস্থ এবং ঝূঁকিপূর্ন বেরী বাঁধ সংস্কারে তৎপর রয়েছে’ বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
ঘূর্নিঝড় আম্পানে উপকূলীয় এলাকার পটুয়াখালী, বরগুনা, ভোলা, পিরোজপুর সহ বিভিন্ন এলাকার বেরীবাঁধ ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সোমবার বিকেলে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরো বলেন উপকূলীয় জেলাগুলোর ক্ষতিগ্রস্থ ও ঝূঁকিপূর্ন বেরীবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা কাজ করছে। পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসকদের দিকনির্দেশনা দিয়েছেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সার্বক্ষনিক নজরদারী করা হচ্ছে। ঘূর্নিঝড় এলেও এ অঞ্চলের মানুষের জানমালের তেমন ক্ষতি হবেনা বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। দুর্যোগের সময় জনগনকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দেন তিনি।
এ সময় দক্ষিনাঞ্চল জোন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. আকরাম হোসেন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।