পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ব্যাবসায়ীদের সর্বোচ্চ সংগঠন পটুয়াখালী চেম্বার অব সমার্সের নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭মে) দুপুর ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পটুয়াখালী মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে চেম্বার অব কমার্স এর সভাপতি ও মেয়র পটুয়াখালী মো. মহিউদ্দিন আহম্মেদ সহ সকল ধরণের ব্যবসায়ী সংগঠন এর সভাপতি / সম্পাদকদের উপস্হিতিতে এ জরুরি সভাটি অনুষ্ঠিত হয়।
জরুরী সভায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন মুদি, মাছমাংস ঔষধ ও তরকারীর দোকান সকাল ১০ টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া আগামীদিন সোমবার থেকে সকল ধরণের ব্যবসা প্রতিষ্ঠান পরর্বতী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত নেয়া হয়।