বুধবার, ১৪ মে ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাসির সরদার (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ওই মোটরসাইকেলের আরো ২ আরোহি আহত হলে তাদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত নাসির সরদার মাদারীপুর জেলার ডাসার এলাকার আব্দুর রব সরদারের ছেলে। পুলিশ জানায়- মোটরসাইকেলে দুইজন নারী আরোহী নিয়ে গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল নাসির সরদার। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে বিপরিতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যুবক নাসির ঘটনাস্থলেই মারা যান ও তার সাথে থাকা দুজন আরোহী গুরুত্বর আহত হয়।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়। পাশাপাশি আহত দুই নারীকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।