বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি বরিশাল মহানগর জাতীয়তাবাদী ঘাট শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন ভোট দিয়ে বেহেশত পাওয়া গেলে, আমি নির্বাচন না করে বেহেশতে যেতে চাই” ,,,,,,,,,এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শতাধিক আওয়ামী লীগ কর্মী বিএনপিতে যোগদান বরিশালে সংবাদ সম্মেলনের পরে ভুক্তভুগীর বাড়িতে মিছলসহ হামলা, বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগ ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ চরমোন্তাজের মোজাম্মেল মেম্বারের বিরুদ্ধে মিথ্যা মামলা: গলাচিপায় সংবাদ সম্মেলন আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত কলাপাড়ায় কৃষক বাজার গণসংযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা
ভার্চুয়াল আদালত : বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭ আসামীর জামিন

ভার্চুয়াল আদালত : বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৪৭ আসামীর জামিন

Sharing is caring!

সারাদেশের মত বরিশালেও শুরু হয়েছে ভার্চুয়াল আদালতের কার্যক্রম। আদালত পরিচালনার প্রথম দুইদিনে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট অধিনস্থ ছয় কোর্টে ৫৩ টি মামলার জামিন শুনানি নিস্পত্তি হয়েছে। জামিন পেয়েছেন ৪৭ আসামী। সরকারের এ সিদ্ধান্তে খুশি আইনজীবী ও বিচারপ্রার্থীরা।

বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে জরুরী জামিন সংক্রান্ত বিষয় সমুহ নিস্পত্তির জন্য নিম্ম আদালতগুলোতে গত ১০ মে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে নির্দেশনা আসে। নির্দেশনা পাবার পরই শুরু হয় ভার্চুয়াল আদালতের কার্যক্রম। বিভিন্ন মামলার হাজতী আসামীদের জামিন আবেদন গ্রহনের জন্য বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহিবুল হাসান এর অধীনে ছয়টি আদালত গঠন করা হয়। এর মধ্যে উজিরপুর ও গৌরনদী থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আমিনুল ইসলাম, বাকেরগঞ্জ থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: এনায়েত উল্লাহ, মেহেন্দীগঞ্জ ও কাজিরহাট থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজ আলম, বানারীপাড়া, বাবুগঞ্জ ও মুলাদী থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, আগৈলঝাড়া ও হিজলা থানা এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচারক হলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মওদুদ আহমেদ এবং বিদ্যুত আদালতের এখতিয়ারাধীন এলাকার মামলা নিস্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কোর্টের বিচার কার্য পরিচালনা করবেন বিদ্যুত আদালতের বিচারক ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মো: মাসুদুর রহমান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো: সুমন হাওলাদার জানান, আদালত গঠনের পর থেকেই আইনজীবীরা জামিন শুনানির আবেদন দাখিল করতে থাকেন। ১৩ মে বুধবার পর্যন্ত এই সকল আদালতে ৬৭ টি জামিন আবেদন করা হয়। ওই দিন ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ১৮টি জামিন আবেদনের শুনানি সম্পন্ন হয়। ১৮ টি আবেদন মঞ্জুর করে ২১ আসামীকে জামিন দেন সংশ্লিষ্ট বিচারকরা। ১৪ মে বৃহষ্পতিবার ৩৫ টি জামিন আবেদন শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়। এদিন ২০ মামলায় ২৬ জন আসামীকে জামিন প্রদান করেন আদালত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD