বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে।
তাদের একজন বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা নারী বয়স (২০), অন্য একজন উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও উপজেলার বাসিন্দা বয়স (২৭)।
মঙ্গলবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। তা থেকে বৃদ্ধি পেয়ে একমাসে পর্যায় ক্রমে ৫৮ জনে এসে দাঁড়ালো কোভিড-১৯ পজিটিভ। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করেন প্রশাসন। মঙ্গলবার ১ মাস পূর্ণ হলো বরিশাল জেলা লকডাউনের।
বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই দুই ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে এবং তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এখন পর্যন্ত বরিশাল জেলায় ২৪ জন নারী এবং ৩৪ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৪০ জন, ৫০ থেকে তার উর্ধ্বে ১২ জন।
বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ- বরিশাল মহানগরী ২৩, বাবুগঞ্জ ১২জন, মেহেন্দীগঞ্জ ৫জন, উজিরপুর ৫জন, হিজলা ৩জন, গৌরনদীতে ৩জন, বানারীপাড়া ২জন, বাকেরগঞ্জে ২জন, সদর উপজেলা ১জন, মুলাদী ১জন এবং আগৈলঝাড়া ১জন করোনা রোগী শনাক্ত করা হয়।
এ জেলায় মোট ৩৪ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
উল্লেখ্য, ১২ মে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ০১ জন নার্স সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ জন চিকিৎসক এদের মধ্যে ৪ জন ইন্টার্ন চিকিৎসক, ৬ জন নার্স, ১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।