শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪০ অপরাহ্ন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় জুয়ার কোড ও গুটি ফেলে দেয়ায় লাঠির আঘাতে বাবাকে হত্যা করেছেন ছেলে। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন মাও।
সোমবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
এদিকে এ ঘটনায় ছেলে মাহফুজকে আটক করেছে পুলিশ।
নিহত বাবার নাম মো. ইসমাইল আকনকে (৫২)। তিনি একই এলাকার মৃত আবদুল হামিদ আকনের ছেলে।
আহত মায়ের নাম রোকয়া বেগম (৪৫)। তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।
জানা গেছে, মাহফুজ এলাকায় চিহ্নিত জুয়াড়ি ও মাদকসেবী। এলাকায় সব রকমের অপরাধের সঙ্গে মাহফুজ জড়িত।
গত শনিবার উপজেলা উত্তর তারাবুনিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে চার জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ ঘটনা জানার পর ছেলেকে জুয়ার অপরাধ থেকে বাঁচাতে রোববার সন্ধ্যায় মাহফুজের ঘরে রাখা একটি জুয়ার কোড ও গুটি বাহিরে ফেলে দেন ইসমাইল আকন।
এতে বাবা ও ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একসময় মাহফুজ ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। এ সময় ইসমাইল আকনের স্ত্রী এসে বাধা দিলে মাহফুজ লাঠি দিয়ে তার মাথাও আঘাত করে।
প্রতিবেশীরা ইসমাইল আকন ও রোকেয়া বেগমকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। এর পর তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে সোমবার চিকিৎসাধীন থেকে ইসমাইল আকনের মৃত্যু হয়।
নিহত ইসমাইল আকনের ছোট ভাই মো. ইসাহাক আকন জানান, তার ভাই ইসমাইল আকন সোমবার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। মাহফুজকে রাতেই বরিশাল থেকে আটক করা হয়েছে। রোকেয়া বেগমের অবস্থাও খুব একটা ভালো নয়।
রাজাপুর থানার ওসি মো. জাহিদ হোসেন জানান, বাবা হত্যার দায়ে ছেলে মাহফুজকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।