শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:১৮ অপরাহ্ন
ঝালকাঠির রাজাপুরে পাষণ্ড ছেলের লাঠির আঘাতে বাবা ইসমাইল আকনের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃতের স্ত্রী রোকেয়া বেগম গুরুতর আহত হয়েছেন।
এদিকে পুলিশ ঘাতক ছেলে মাহফুজ আকনকে আটক করেছে। তিনি পিরোজপুরের কাউখালি উপজেলার কাঠালিয়া পিজিএস বহুমুখি উচ্চ বিদ্যালয় ও কারিগরি স্কুল অ্যান্ড কলেজের বিএম শাখার প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানায়, রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের মধ্য কাঠিপাড়া গ্রামের ইসমাইল আকন ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন। তিনি করোনার ছুটিতে সম্প্রতি বাড়িতে এসেছিলেন।
মৃত ইসমাইল আকনের ছোট ছেলে আল আমিন আকন জানান, তার ভাই মাহফুজ জুয়ায় আসক্ত ছিলেন। নিষেধ করা সত্ত্বেও মাহফুজ কথা না শোনায় বাবা জুয়ার কোড ও গুটি খুঁজে বের করে ঘর থেকে বাইরে ফেলে দেয়। রোববার (১০ মে) রাত ৮টার দিকে মাহফুজ বাসায় এসে জুয়ার কোড ও গুটি খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করে জানতে পারে সেগুলো তার বাবা ফেলে দিয়েছে। এ কথা নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ের ঘরের দরজা আটকানোর লাঠি দিয়ে মাহফুজ বাবাকে মারধর শুরু করে। তাকে রক্ষার জন্য তার মা এগিয়ে গেলে তাকেও মারধর করে জখম করেন মাহফুজ। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দুইজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এরপর সোমবার (১১ মে) ইউসুফের মৃত্যু হয়।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, মৃত ছোট ছেলের দেওয়া তথ্যানুাযায়ী জুয়া খেলায় বাধা দেওয়ায় বাবা-মাকে মারধর করেছে বড় ছেলে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি নিহতের বড় ছেলে মাহফুজ আকনকে আটকও করা হয়েছে।