সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
বরিশালে বাগদা চিংড়ির রেণু ধরার প্রস্তুতিকালে আটক হওয়া ৩২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে ৩১ জনকে এক মাস করে ও অপরজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আটকরা সবাই পার্শ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর এলাকার বাসিন্দা।
রোববার (১০ মে) দুপুরে হিজলা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার (০৯ মে) বিকেলে অভিযান চালিয়ে হিজলা উপজেলার পুরান পল্টন এলাকার মেঘনা নদীর মোহনায় বাগদা চিড়িং ধরার প্রস্তুতির সময় ৩২ জেলেকে আটক করে নৌপুলিশ।
এসময় তাদের কাছ একটি ট্রলার, ১৫টি প্লাস্টিকের বালতি ও ১০টি গামলা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার দর ২২ হাজার টাকা।
পরে তাদের শনিবার রাতে হিজলা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. আমীনুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। রোববার ভোরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ড দেন।
হিজলা নৌফাঁড়ির পরিদর্শক শেখ বেল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।