রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের নির্মাণাধীন সিক্স লেন মহাসড়কের পাইলিংয়ের পাইপের সাথে ধাক্কা লেগে মানিক মিয়া (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০ টার দিকে প্রকল্পের টিয়াখালীর শরীফ বাড়ি এলাকায় বোরিং কাজ চলার সময় পাইপ ছিড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগে। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তার বাড়ী ময়মনসিংহের তারাকান্দা থানার রাজতারিকা গ্রামে। তার পিতার নাম মো.তারা মিয়া। দীর্ঘদিন ধরে মানিক পায়রা বন্দরের ওই সড়কের কাজ করে আসছিল।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় কলাপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।