রবিবার, ১১ মে ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে করোনায় পাদূর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য সরকার কর্তৃক বরাদ্ধ ত্রানের চাল আত্মসাতের ঘটনায় মাধবপাশা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আ,লীগ সভাপতি মাহবুবুর রহমান শিকদারকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে,হতদরিদ্রদের জন্য বরাদ্ধকৃত ত্রাণের দুই বস্তা চাল অসহায় মানুষদের দেয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে রাখার দ্বায়ে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বুধবার (২৯ এপ্রিল) সন্ধার দিকে মাধবপাশা ইউনিয়ন আাওয়ালীগের সভাপতি জয়নাল আবেদিনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপাশা ইউনিয়ন আাওয়ালীগের সভাপতি জয়নাল আবেদিনে। সভাপতি জয়নাল আবেদিনে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সামায়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এ সময় উপস্থিত থাকেন মাধবপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খলিলুর রহমান মৃধা ,বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন জুয়েল তালুকদার প্রমুখ।
এ ব্যাপারে মাহবুবুর রহমান শিকদার বলেন, এটা আসলে পূর্ব শত্র“তার জের কয়েকদিন আগে নান্টু তালুকদার ৩০ টাকা করে উঠেছিল আমার কয়েকজন আত্মীয় এর কাছ থেকে সেই টাকা তার কাছ থেকে ফেরত নেয়া হয়। তখন থেকেই নান্টু তালুকদারের সাথে আমার মতের বিরোধীতা চলছিলো।
তিনি আরো বলেন, নান্টু তালুকদার তার এলাকা থেকে সাধারন মানুষের কাছথেকে ত্রান দেয়ার কথা বলে প্রায় ৪শত মানুষের কাছথেকে ৫০/৩০ টাকা ও ভোটার আইডি কার্ড নিয়েছে কিন্তু সে এখনো কাউকে ত্রান দিতে পারেনি।এই বিষয় উল্লেখ করে তাকে নিষেধ করাতে সে আমার উপর হামলা চালাতে তেরে আসে এবং কয়েকবার আমাকে ধাক্কা দেয় এক পর্যায়ে আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে আমার পায়ের জুতো তার দিকে উঁচু করে থামতে বলি। মূলতো এ কারনেই আমাকে দল থেকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে ৯নং ওয়ার্ড সভাপতি নান্টু তালুকদারকে একাধীকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।