মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির জোরপূর্বক জমি দখল করে তারেক রহমানের দুর্নাম হতে দেয়া যাবেনা ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ যারা জনগণের ডীপ টিউবওয়েলের টাকা চুরি করে তারা বিএনপির কেউ নয় ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যম্পেইন উদ্ভোদন মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের দুস্থ এতিমদের মাঝে পাঞ্জাবি -পাজামা বিতরণ কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল,বিক্ষোভ ও সমাবেশ পটুয়াখালী গলাচিপা থেকে চাঁদপুরগামী তরমুজবোঝাই একটি ট্রলারে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে যারা ভূমিদস্যুতার মাধ্যমে চর দখলে জড়িত , নির্বাচিত সরকার এসে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ কলাপাড়ায় ইভটিজারের মাথা ন্যাড়া করে দিলেন বিক্ষুব্ধ জনতা কলাপাড়ায় হিন্দু পাড়াগুলোতে উদযাপিত হচ্ছে হলি উৎসব সারাদেশে নারী ধর্ষন, সংহিসতা ও নির্যাতনের প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

Sharing is caring!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বরিশালে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগীতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, মোঃ নাজমূল হুদা এবং শরীফ মোঃ হেলাল উদ্দীন বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এ জরিমানা করেন।

অভিযানে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বাড়ানোয় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগরের কাঠপট্টি, বাজার রোড ও নথুল্লাবাদ এলাকার ৮ দোকানিকে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদার নেতৃত্বে উজিরপুর উপজেলার ইচলাদী বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি মুদি দোকানিকে আদার দাম বেশি রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল নগরের লঞ্চঘাট ও পোর্টরোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর কেরোসিন ঢেলে নদীতে ফেলে দেওয়া হয়।

এদিকে বরিশাল সিটি করপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD