বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বিআরইউ তে মুক্তিযুদ্ধের তথ্য দলিলপত্রের প্রদর্শনী বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান পটুয়াখলাীতে (DNC) এর অভিযানে মাদকসহ নিশা নামের ১ মাদককারবারি গ্রেপ্তার বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন বর্গীর লাল চোখ জনগণ পাত্তা দেবেনা : মাস্টার আঃ মান্নান সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এখন জিয়া পরিষদে রুপ আমি কারও জমির ধান কাটি নাই, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা… হাফেজ আবদুল বারেক নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল পটুয়াখালীতে যৌতুক মামলার বাদী ফাতেমাকে কোট চত্বরে সতিনের বর্বরোচিত হামলা
বরিশালে পল্লী বিদুৎ-১ কেন্দ্রে ছাত্রলীগ নেতার হামলা

বরিশালে পল্লী বিদুৎ-১ কেন্দ্রে ছাত্রলীগ নেতার হামলা

Sharing is caring!

বরিশাল সদর উপজেলায় পল্লী বিদ্যুৎ কেন্দ্রে ছাত্রলীগ নেতার হামলার অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যার দিকে এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এই ঘটনায় রোববার সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি আনোয়ার হোসেন।

হামলার শিকার লাইনম্যান জাফর ইকবাল জানান, শুক্রবার দিবাগত রাতে সেহেরির প্রাক্কালে পল্লী বিদ্যুৎ ১ এর আওতাধীন চরকাউয়া সাবস্টেশনে বিদ্যুৎ সরবারহ বন্ধ থাকায় রমজানের প্রথম দিনে কিছুটা সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া সম্ভব হয়নি। তার দাবি, পাওয়ার ট্রান্সফরমে ত্রুটি থাকায় আভ্যন্তরীণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত অত্র-এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পরে। শনিবার সন্ধ্যার আগ মুহূর্তে সুজন সাবস্টেশন কেন্দ্রে উপস্থিত হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার কৈফত জানতে চান। তৎসময় দায়িত্বরত লাইনম্যান জাফর ইকবাল এর ব্যাখ্যা দিলেও এই ছাত্রলীগ নেতা সন্তুষ্ট হতে পারেননি। বরং উত্তেজিত হয়ে তাকে প্রহার শুরু করে। জাফর ইকবালকে রক্ষায় এগিয়ে আসা অপর তিন সহকর্মী মাহফুজুর রহমান, পরিতোষ চন্দ্র পাল ও মোঃ সুমনও রেহাই পায়নি। সন্ধ্যায় গুরুত্বর আহত জাফর ইকবালকে শেবাচিম হাসপাতালে ভর্তি হয়।

একটি সূত্র জানায়, তাৎক্ষণিক এই হামলার খবর সংশ্লিষ্ট স্টেশনের ইঞ্জিনিয়ার মোঃ আলীকে অবহিত করা হলে তিনি বিষয়টি বিভাগীয় পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এনিয়ে তারা করণীয় বিষয় বৈঠক শেষে আইনগত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। রোববার রাতে পল্লী বিদ্যুৎ ১ এর প্রশাসনিক শাখার এজিএম মানবেন্দ্র সরকার বাদি হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। প্রধান আসামী করা হয় ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজনকে।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শি জানান, পল্লী বিদ্যুতের সাবস্টেশনে হামলার বিষয়টি সঠিক নয়। শুধু সেহরি নয়, প্রায় সময় অত্র-এলাকায় বিদ্যুতের লুকোচুরি খেলায় অন্ধকারে ডুবে থাকে প্রত্যন্ত এই অঞ্চলটি। এ নিয়ে বহুবার পল্লী বিদ্যুতের শীর্ষ কর্মকর্তাদের কাছে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে অনুরোধ রাখা হলেও কে শোনে কার কথা। ফলে ২৪ এপ্রিল রমজানের প্রথম সেহরির প্রাক্কালে বিদ্যুৎবিহীন ভোরের দূর্ভোগ ওই এলাকার ধর্মপ্রাণ মানুষদের ক্ষুব্ধ করে তোলে। পরদিন এলাকাবাসী সুজনকে সাথে নিয়ে পল্লী বিদ্যুতের ওই সাবস্টেশন কেন্দ্রে গিয়ে রমজানে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি কেন ভোররাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল তার কারণ জানতে চায়। এসময় সেখানে কর্তব্যরত লাইনম্যানরা সঠিক উত্তর না দিয়ে খোরা যুক্তি খাড়া করে তর্কে লিপ্ত হয়। শুরু হয় হাতাহাতি।

এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা আশিকুর রহমান সুজন জানান, শুধু চরকাউয়া নয়, আশপাশ ইউনিয়নে প্রায় সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হলেও অন্তত রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে অনুরোধ রাখা হয়েছিলো। তা মানা হয়নি। হামলার অভিযোগ মিথ্যা।

বন্দর থানার ওসি আনোয়ার হোসেন জানান, শুধুমাত্র আশিকুর রহমান সুজনের নাম উল্লেখ করে মামলা করা হলেও ৭/৮ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD