পটুয়াখালী প্রতিনিধি: কলাপাড়ায় কাধের গামছা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে মাটিকাটা দলের এক সদস্যকে কুপিয়ে গুরতর যখম করেছে একই দলের আর এক সদস্য।
রবিবার সন্ধ্যারাতে ধানখালী ইউপির গন্ডামারী গ্রামের এ ঘটনায় আহত যুবক রাসেলকে (২৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত রাসেল তালুকদার ওই এলাকার আবদুল কুদ্দস তালুদারের পুত্র।
মাটিকাটা ওই দলের সর্দার মোশারেফ পাহলান জানান, ঘটনার দিন সকালে প্রতিদিনের মত চুক্তিভিত্তিক যায়গায় মাটি কাটতে গেলে সেখানে কাধের গামছা নিয়ে বিতর্কে জড়ায় এই দলের’ই সদস্য খালাতো ভাই রাব্বী ও রাছেল। এসময় তাদের শাসিয়ে দিয়ে মিলমিস করিয়ে দেয়া হয়। এরপর কাজ শেষেও ফের তাদের বুঝিয়ে দেয়া হয়। পরে শুনতে পাই রাতে রাসেলকে কুপিয়ে যখম করেছে।
আহতের পিতা কান্না জড়িত কন্ঠে জানান, আমার ছেলেটা রোজা ছিল। ঘটনার সময় মসজিদ থেকে ইফতার শেষে নামাজ পরে বাড়ি ফিরছিল। এসময় রাব্বীসহ আরো ৫/৬ জন মিলে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। রাছেল এমন অন্যায় করেনাই যে ওকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দেবে। তিনি আরো জানান, আহতের মাথার সামনে এবং পিছনে ১৬ টি সেলাই লেগেছে। এছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।