রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: বলিউড অভিনেতা ইরফান খানের মা আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৫ বছর। ইরফানের মায়ের নাম সইদা বেগম। শনিবার সকালে মৃত্যু হয়েছে তার।
তবে লকডাউনের কারণে মায়ের মৃত্যু সংবাদ পেয়েও দেশে আসতে পারেননি ইরফান খান।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, টঙ্কের নবাব পরিবারের সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ ছিলেন তিনি। জয়পুরের বেনিওয়াল কানটা কৃষ্ণ কলোনিতেই এতদিন ছিলেন তিনি।
বলিউড সূত্রের খবর, লকডাউনের আগে থেকেই ভারতের বাইরে ছিলেন ইরফান। লকডাউন ঘোষণার পর থেকে দেশে ফিরতে পারেননি তিনি। এই পরিস্থিতিতে কোনোভাবেই তার দেশে ফেরা সম্ভব নয়। শনিবার সন্ধ্যায় তার মায়ের দাফন সম্পন্ন হয়েছে।
২০১৯ সালে ইরফান নিজেও নিউরোএন্ডোক্রিম টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বিদেশে চিকিৎসা চলছিল তার। সুস্থ হয়ে দেশে ফেরার পর অভিনয় শুরুও করে দিয়েছেন তিনি। লকডাউন ঘোষণার আগেই তার নতুন ছবি ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পেয়েছে।