মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৬ পূর্বাহ্ন
বরিশাল জেলায় নতুন করে আরো ২ জন রোগী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৩৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকার ১ ব্যক্তি ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত (সংযুক্তিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল) ১ জন চিকিৎসকসহ মোট ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।
২৩ এপ্রিল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রথমবারের মতো বাবুগঞ্জ উপজেলার ২ জন ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ১ জন নার্সসহ মোট ৩ জনকে করোনা থেকে সুস্থতার ছাড়পত্র প্রদান করা হয়েছে।
গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, সদর উপজেলায় শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১১ জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৪ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।