মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) এসব সামগ্রী করোনা ওয়ার্ডে দায়িত্বরতদের কাছে হস্তান্তর করা হয়।
আওয়ামী লীগ নেতা ও সমাজসেবক মাহামুদুল হক খান মামুন প্রতিমন্ত্রীর পক্ষে এই সামগ্রী হস্তান্তর করেন।
হাসপাতালের ওই ওয়ার্ডে বর্তমানে ২৫ জন রোগী থাকায় ২৫ টি পৃথক প্যাকেটে এসব প্রয়োজনী সামগ্রী রোগীদের জন্য দেয়া হয়।
প্রয়োজনীয় সামগ্রীতে লেবু, লবঙ্গ, এলাচি, দারচিনি, রসুন, আদা, সরিষার তেল, কালোজিরা ও মাল্টা রয়েছে। এর সাথে একটি পাতিলও দেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এছাড়াও রোগীদের জন্য ব্যবহার বিধি সংবলিত একটি নির্দেশনাও দেয়া হয়েছে যাতে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের জন্য ১ ঘন্টা পর পর নিয়মানুযায়ী এই সামগ্রী ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে।