সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স: ফরিদপুরের চরভদ্রাসনে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- কোকারাম সরকারের ডাঙ্গি গ্রামের খালেক মোল্লার ছেলে জয়নাল মোল্লা (৪০) ও ছবুল্লা মাতুব্বরের ডাঙ্গি গ্রামের টেনু মোল্লার ছেলে হাসেম মোল্লা (৬২)। দুই জনই মাঠে গরু চরানোর সময় বজ্রপাতের শিকার হন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন সুলতানা জানান, মৃত দুই ব্যক্তির পরিবারের সদস্যদের ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।