মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার দুপুরে নগরীর চকবাজার ও বাজার রোডে এই অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে এই অভিযানে সামাজিক দূরত্ব বজায় না রেখে পন্য বিক্রি করায় চকবাজারের প্রগতী ট্রেডার্স এর মালিক মুসা জামিলকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজার রোডের দোকানীদের সতর্ক করা হয় অভিযানে।
অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা ডা: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের প্রসিকিউশন অফিসার ও সিটি কর্পোরেশন স্যানিটারি ইন্সপেক্টর সৈয়দ এনামুল হক।