সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন
ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপার নামক স্থানে রাস্তার পাশ থেকে সুজিত হালদার (৪০) নামে ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। সে বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
বুধবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার শরীরে পিপিই পরা ছিলো। করোনা আতংকে স্থানীয় লোকজন কাছে না গেলে পুলিশ এসে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার সাথে শাহে নেওয়াজ নামে একজন সহযোগী জানান, বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পরেন। এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এয়ারপোর্ট থানার ওসি জাহিন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।