মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স: নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে আগুন লেগে দুই নারী দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার মাসদাইর নতুন বাজার এলাকায় রোজী আক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক রোজী আক্তার জানান, তার বাড়ির ভাড়াটিয়া আরজিনা আক্তার (২৮) ও ফরিদা বেগম (৩৩) গার্মেন্টসে কাজ করে এবং এক ঘরেই থাকেন। রাতে হঠাৎ তাদের ঘরে আগুন দেখে লোকজন সঙ্গে নিয়ে আগুন নিভিয়ে তাদের দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে জানতে পারি, তাদের মধ্যে আরজিনা আক্তারের ৫০ ভাগ ও ফরিদা বেগমের ৮০ ভাগ শরীর দগ্ধ হয়েছে। তাদের গ্রামের বাড়ি রাজশাহী ও রংপুর জেলায় খবর দেয়া হয়েছে।