সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৩৯ পূর্বাহ্ন
করোনাভাইরাসের প্রভাবে হোম কোয়ারেন্টে থাকা কর্মহীন, দুস্থ, হতদরিদ্র ৬০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করে স্থানীয় যুবকরা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর এলাকায় এ ত্রান কর্যক্রম চালানো হয়।
স্থানীয় যুবক মোঃউইনুস গাজী, মোঃ নজরুল, মোঃকরিম, মোঃহুমায়ন, মোঃজাহাঙ্গীরা তাদের সংসার খরচের কিছু টাকা এবং পকেট খরচের টাকা থেকে নিজ উদ্যোগে স্থানীয় খেটে খাওয়া দুস্থ, অসহায়, কর্মহীন ৬০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করে।
উদ্যোক্তারা জানান,যারা সমাজের বিত্তবান আছেন তারা এ মহামারির সময় অসহায় মানুষের পাশে দাড়ান এবং নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্য করেন।