রবিবার, ২৭ Jul ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ৭২ বছর বয়সী ওই বৃদ্ধের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।
জানা গেছে, বরগুনার বেতাগী উপজেলার ফুলতলা এলাকার এই বাসিন্দা শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার দুপুর সারে ১২টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়। করোনার উপসর্গ নিয়ে এই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের ধারণা। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা নিশ্চিত হওয়া যাবে বলে জানান ডা: বাকির হোসেন।
এদিকে এর আগে শুক্রবার ভোর রাতে ৪০ বছর বয়সী এক নারী রোগীর মৃত্যু হয় করোনা ইউনিটে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়ায়।হাসপাতালের করোনা ইউনিটে ২০ জন রোগী আছেন। যার মধ্যে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।