শনিবার, ১০ মে ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
বরিশাল সদর উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচাকে কুপিয়ে হত্যা করেছে ভাতিজারা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হামলায় গুরুতর আহত ব্যক্তির সাড়ে ৬টার দিকে মৃত্যু হয়েছে।
মৃত ওই ব্যক্তির নাম আবুল হাসানাত তৈমুর (৪২)। তিনি উপজেলার কড়াপুর ইউনিয়নের শোলনা এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন মহানগরীর এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ-বিন-আলম।
তিনি জানান, বিরোধীয় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে তৈমুর নামের ওই ব্যক্তির উপর হামলা করে তার ভাতিজারা। এসময় তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ভাতিজারা।
ওসি বলেন, অভিযুক্তরা বরিশাল নগরীর দিকে থাকে বলে শুনেছি। তাদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাছাড়া মৃতদেহের ময়না তদন্তের জন্য শেবাচিমের মর্গে প্রেরণ করা হয়েছে।