শনিবার, ১০ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন
বরিশাল সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়ানে ৬নং ওয়ার্ড চরআবদানীতে করোনার এান নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
যে খানে প্রধানমন্ত্রী ত্রান বিষয় নিয়ে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে হুশিয়ারি করেন । তখনি চরআবদানী ত্রান নিয়ে চলছে তালবাহানা এমন কি ত্রানের কার্ড দিয়ে টাকা নেওয়ার অভিযোগ শোনা গেছে মহিলা ইউপি সদস্য রেহেনার নামে।
চরআবদানীর জনগনের কাছ থেকে জানা যায়, বিভিন্ন সরকারি ও ব্যক্তি মারফতে চরআবদানী সাহায্য সহাযোগিতা আসলে আওয়ামী লীগের লোক ও মহিলা মেম্বার রেহেনার মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়ে যায়। মহিলা ইউপি সদস্য সাধারণ জনগনের ত্রানের কথা বলে ত্রান আসে নাই বলে সাধারণ মানুষদের সাথে খারাপ আচারন করেন বলে উল্লেখ করে সাধারণ মানুষ। এমনকি যে সব ত্রান আসে তা নিজেদের লোকদের মাঝে ভাগ করে দেয় এতে করে অসহয় মানুষ অভাব অনাটনে দিন কাটায়।
এলাকার সূত্রে জানা যায় এলাকা সরকারী বরাদ্ধ, এস. আর সমাজ কল্যান সংস্থার এবং বিভিন্ন মানুষের সাহায্য আসে প্রায় লোকদের মাঝে দেওয়া বাকি গুলো মহিলা মেম্বার ওয়ার্ড আওয়ামী লীগের ও বিএন পির কর্মদের মধ্যে ভাগ করে দেয়। এতে করে সাধান মানুষ সরকারী ত্রান থেকে বঞ্চীত হচ্ছে। তাই সাধারন মানুষের একটা দাবি আমরা এখন খুব অসহায় জীবন যাপন করতেছি কোনো রকম আমার যেনো ইট্টু সাহায্য সহযোগিতা পেয়ে কনোরকম খেতে পারি তার ব্যবস্থা করার জন্য প্রসাশনের দৃষ্টি আকর্ষন কামনা করি।