সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
বরিশালে লকডাউন ঘোষনার চারদিন পরেও নানান অযুহাতে ঘরের বাহিরে যাচ্ছে মানুষ। জনসাধারণ বলছে জরুরী প্রয়োজনেই বের হচ্ছে তারা। এদিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলছেন, মানুষকে ঘরে রাখা নিশ্চিত করতে এলাকাভিত্তিক বাজারের ব্যবস্থা করা হচ্ছে।
আজও সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে লকডাউনের মধ্যে রাস্তায় নামে মানুষ। বিশেষ করে বাজার সংলগ্ন সড়কগুলোতে লোকজনের সংখ্যা ছিলো কিছুটা বেশি। জরুরী প্রয়োজনেই ঘর থেকে বের হতে হচ্ছে বলে জানালেন নগরবাসী।
এদিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলছেন, নিজের, পরিবার ও দেশের মানুষের মঙ্গলের জন্য সংক্রমন রোধে ঘরে থাকতে বলা হচ্ছে। এলাকা ভিত্তিক বাজারের ব্যবস্থা করা হচ্ছে, আমরা চাই মানুষ ঘরে থাকুক।