সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
বরিশালে করোনার সংক্রমন রোধে নৌপথ ও নদী তীরবর্তী মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচারনা চালিয়েছে কোষ্টগার্ড।
বৃহষ্পতিবার সকাল থেকে বরিশাল কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে কোষ্টগার্ড এই প্রচারণা কার্যক্রম শুরু করে।
একে একে নগরের কেডিসি ঘাট, চাঁদমারি ঘাট, ত্রিশ গোডাউন ঘাট, চরকাউয়া খেয়াঘাট, বেলতলা খেয়াঘাট, চরমোনাই খেয়াঘাটসহ কীর্তনখোলা, আঁড়িয়াল খা, ঝুনাহার নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর নানান পয়েন্টে করোনার সংক্রমন প্রতিরোধে প্রচারনা চালানো হয়।
কোষ্টগার্ডের জাহাজ পাবনা’র অফিসার ইনচার্জ মোঃ মাসুদুল হাসান জানান, নদী তীরবর্তী মানুষকে সচেতন করতে এবং ঘরে থাকা নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।