সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত প্রতিরোধমূলক সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও এ বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসন নেতৃত্বে সেনাবাহিনীর, পুলিশ ও র্যাবের টিম কাজ করছে।
আজ বৃহস্পতিবার বরিশাল মহানগরীর বিভিন্ন স্থানে ২ টি মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফ মোঃ হেলাল উদ্দিন।
বরিশাল নগরীর পুলিশ লাইন্স সংলগ্ন ব্রিটিশ আমিরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানী লিমিটেডের বিক্রয় কেন্দ্রে সরকারি আদেশ অমান্য করে দেড়-দুই শত লোক জড়ো করে সিগারেট বিক্রয় করছিল।
তাই ২ জন সুপারভাইজারকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।