শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন
ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলার পৃথক দুটি এলাকা থেকে সরকারি ২১ বস্তা জাল জব্দ করেছে প্রশাসন। এরমধ্যে মনপুরা থেকে ১২ বস্তা ও বোরহানউদ্দিন উপজেলা থেকে ৯ বস্তা।
এ সময় সরকারি চাল বিক্রি ও মজুদ রাখার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুই উপজেলা থেকে এসব চাল জব্দ করা হয়। আটকরা হলেন মনপুরা উপজেলার হাজিরহাট এলাকার কাওসার, হারুন ও আজগর। জরিমানা দেন সেলামত ও মান্নান।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশের একটি দল মনপুরা উপজেলার হাজিরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ইউনিয়নের চরফৈয়জউদ্দি গ্রামের কাওসারের বাড়ি থেকে ১২ বস্তা চাল জব্দ করা হয়। এ সময় আটক করা হয় তিনজনকে।
এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আবদুর রব মেম্বারকে প্রধান করে চারজনের বিরুদ্ধে মনপুরায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে ইউপি সদস্য পলাতক রয়েছেন। এসব চাল ওএমএস’র বলে জানা গেছে।
অপরদিকে, দুপুরে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা এলাকায় থেকে নয় বস্তা চাল জব্দ করা হয়। পরে এ ঘটনায় জড়িত দুইজনকে ব্যবসায়ী সেলামতের ১০ হাজার টাকা এবং সরকারি চাল বিক্রেতা মান্নানকে ২৫ হাজার টাকা জমিনারা করে আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বশির গাজী।
এদিকে সরকারি চাল ও জব্দের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। এরআগে, দৌলতখান থেকে ৩৮ বস্তা চালসহ দুইজনকে আটক এবং লালমোহনে কয়েক বস্তা সরকারি চাল জব্দ করা হয়।