সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর পোর্টরোড, চকবাজার, নতুন বাজার, সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।
এসময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। নগরীর পোর্টরোডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও চকবাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান, টিআই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।