সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:১৮ পূর্বাহ্ন
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল কমিটির সদস্য, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব,গণশিল্পি সংস্থার সভাপতি নেতা শান্তি দাস আর নেই।
মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল নিজ বাসভবনে মৃত্যবরণ করেছেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সন্তান রেখে যান।
বুধবার সকালে বরিশালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শন্তি দাসের প্রয়ানে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব ও বরিশাল রিপোর্টার্স ইউনিটি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।