শনিবার, ১০ মে ২০২৫, ০৭:০২ অপরাহ্ন
করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে নাসির মোল্লা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হব ফকির বলেন, মৃত নাসির উদ্দিনের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে। তিনি ৩-৪ দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসেন। সেখান থেকে দুই দিন আগে শ্বশুর বাড়ি বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামের মন্নান চৌকিদারের বাড়ি আসেন। মঙ্গলবার ভোর রাতে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে নাসির উদ্দিন মারা যান। তিনি একজন বার্ন রোগী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি আসেন। মঙ্গলবার দুপুরে মৃত নাসির উদ্দিনের লাশ শশুর বাড়ি থেকে তার নিজ গ্রামের বাড়ি নেয়া হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কর্মীরা এসে মৃত নাসির উদ্দিনের দেহ থেকে নমুনা সংগ্রহ করেনি।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, মঙ্গলবার ভোর রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যায় নাসির। আমাদেরকে বিলম্বে খবর দেয়ায় মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। নিয়মানুযায়ি মারা যাওয়ার ৩ ঘন্টার মধ্যে মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করতে হয়। তবে মৃত নাসির উদ্দিনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে।
প্রতিবেশী কয়েকজন জানান, করোনা উপসর্গ নিয়ে শশুরবাড়ি আসেন নাসির। এরপর তাকে ওই বাড়ির কাঁচারি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু তার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাই ওই বাড়ি লকডাউন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।