সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন
করোনার প্রভাবে যখন বন্ধ হয়ে গেছে পহেলা বৈশাখের সব অনুষ্ঠান, ঠিক তেমনি সময়ে বরিশাল নগরীর গরীর মানুষের জন্য ইলিশ, মুড়ি, জিলাপীর পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছে বাসদ।
সংগঠনের মানবতার বাজার থেকে মঙ্গলবার ১লা বৈশাখে এমন কর্মসূচি নেওয়া হয়েছে।
এর আগে গত ১৩ এপ্রিল মানবতার বাজার থেকে চাল, ডাল, শাক, সবজী, ওষুধসহ ১৭টি আইটেম দিচ্ছে নিয়মিত শতাধিক পরিবারের মধ্যে।
বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, এবারের পহেলা বৈশাখে কারো মনে আনন্দ নেই। তারপরও এই দিনটিতে দুঃস্থ মানুষদের জন্য ইলিশ, মুড়ি আর জিলাপী এই তিন আইটেম যুক্ত করেছি নববর্ষের বার্তা পেঁছে দেয়ার জন্য।