সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন
বরিশালে করোনা কোভিড-(১৯) ভাইরাসের কারনে হাট-বাজারে সামাজিক দুরত্ব রক্ষা করা সহ জনসমাগম থেকে বিরত থেকে সকলকে নিরাপদের রাখার অংশ হিসাবে নগরীর পোর্টরোডের মৎস্য বাজার এলাকার ফুটপাতের দোকান উচ্ছেদ করার অভিযান চালিয়েছে কোতয়ালী মডেল থানা, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ট্রাফিক পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পর্যন্ত এ অভিযানে অর্ধশতাধিক পুলিশ বাহিনীর সদস্য অংশ গ্রহন করে।
১২ই এপ্রিল থেকে বরিশালকে লকডাউন ঘোষনা করা হলেও নগরীর বিভিন্নস্থান লোকসমাগম আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
অপরদিকে নগরীর পোর্টরোডে নিত্যপ্রয়োজনীয় কাঁচা-বাজার ও মৎস্য বাজার সহ আশ-পাশ এলাকার ফুটপাত দখল করে সামাজিক দুরত্ব বজায় না রেখে লোক সমাগমের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় তা উচ্ছেদ করে পুলিশ।