শনিবার, ১০ মে ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
নারায়নগঞ্জ ফেরত ২ পোশাক শ্রমিকের বাড়িতে হামলা চালিয়েছে গ্রামবাসী।
আজ সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
গৈলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, গত রোববার ২ পোশাক কারখানার কর্মী নারায়নগঞ্জ থেকে গ্রামের বাড়িতে আসে। গ্রামে গুজব রটে, ওই দুই নারী করোনায় আক্রারত হয়ে বাড়িতে এসেছেন। এতে গ্রামে মধ্যে করোনা-আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ দুপরে শতাধিক বিক্ষুব্ধ গ্রামবাসী হয়ে ওই বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই দুজনের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টিনে রাখার আশ্বাস ও বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
এ ছাড়াও পরিবারটি লকডাউনে রাখা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।