শনিবার, ১০ মে ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন
বরিশালে করোনায় উপার্জন না থাকা কর্মহীন মানুষেরা ত্রাণ বা কোন রকমের সহায়তা না পেয়ে রাস্তায় জড়ো হয়ে জানান দিয়েছেন তাদের অসহায়ত্বের কথা। দ্রুত ত্রাণ সহায়তার জন্য দাবী করেছেন তারা। এদিকে বরাদ্দ কম থাকায় এই মুহুর্তে সবাইকে দেয়া যায়নি বলে দাবী করেছেন ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন।
অপরদিকে পর্যায়ক্রমে বঞ্চিত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে এবং ত্রাণ নিয়ে কেউ কনো অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ।
আজ সোমবার সকাল ১১টায় বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের খাদ্যসহায়তা না পাওয়া কিছু সংখ্যক মানুষ জড়ো হন শোলনা বাজার সংলগ্ন এলাকায়। তারা রাস্তায় দাড়িয়ে নিজেদের কর্মহীন অবস্থা, আয়রোজগার না থাকাসহ বর্তমান পরিস্থিতিতে নানান অসহায়ত্বের কথা জানান গণমাধ্যমকর্মীদের কাছে। ওই এলাকায় কিছু ত্রাণ দেয়া হলেও তা বন্টনকারীরা তাদের নিজস্ব লোকদের দিয়েছে বলে অভিযোগ করেন তারা। একইসাথে যারা পায়নি তাদের দ্রুত খাদ্য দেয়ার দাবী জানান।
এব্যাপারে আলাপকালে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকন জানান, এপর্যন্ত সংসদ সদস্যের কাছ থেকে ১৫০ এবং উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে ৮০সহ মোট ২৩০ ব্যাগ ত্রাণ পেয়ে তা বিতরন করা হয়। কিন্তু ওই ইউনিয়নে ২ হাজারের অধিক পরিবার ত্রাণ পাওয়ার যোগ্য। এ অবস্থায় সবাইকে এই মুহুর্তে ত্রাণ দেয়া যায়নি।
এব্যাপারে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, প্রচুর ত্রাণ আছে, যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের সবাইকে পর্যায়ক্রমে ত্রাণ দেয়া হবে। তবে ত্রাণ নিয়ে কেউ অনাকাঙ্খিত কিছু করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারী দেন তিনি। ওই ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৪০ হাজার। সরকারি ত্রাণের পাশাপাশি ব্যাক্তিগত ও ধনাঢ্য ব্যাক্তিদের মাধ্যমেও কিছু ত্রাণ বিতরন হয়। তবে যারা সেই ত্রাণও পাননি তারাই আজ ত্রাণের দাবীতে রাস্তায় নামেন।