সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন
বরিশালে সংক্রামন এড়াতে নানামুখি কার্যক্রম চালিয়েছে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত।
আজ সকাল ১০টায় নগরীর পোর্টরোড বাজার থেকে সেনা বাহিনীর সহায়তায় এই কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে বাজার রোড, পলামপুর, বেলতলা, সদর রোড সহ নগরীর বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালানো হয়। এ সময় সেনা সদস্যরা জনগনের উদ্দেশ্যে মাইকিং করেন এবং জনসাধারনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরে থাকার আহ্বান জানান।
স্বাস্থ্য নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন সেনা সদস্যরা।
দুপুর ১২টা পর্যন্ত খাদ্য ও ওষুধ ব্যতিত অন্য ধরনের দোকান খোলা রাখায় ৬টি দোকান থেকে ৯ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।