শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
নারায়নগঞ্জ থেকে গোপনে চলে আসায় বরিশালের উজিরপুর উপজেলায় ৮ টি বাড়ি লকডাউন করা হয়েছে।
যারমধ্যে উজিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৭ টি বাড়ি ও উজিরপুরে উপজেলাধীন বরাকোঠা ইউনিয়নের ১ টি বাড়ি রয়েছে।
বৃহষ্পতিবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস।
তিনি জানান, নারায়নগঞ্জ থেকে পালিয়ে এসব বাড়িতে কিছু লোক এসেছেন। যাদের আলাদাভাবে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য বলা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সতর্কতা অবলম্বনের জন্য বাড়িগুলোকে লকডাউনের আওতায় আনা হয়েছে।