সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
করোনার সংক্রমন এড়াতে বরিশাল নগরীতে যেকোনো ধরনের যানবাহন চলাচলে কিছু ব্যতিক্রম ছাড়া নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানা গেছে এ তথ্য। সেখানে উল্লেখ করা হয়েছে যে, এক এলাকা থেকে কেউ অন্য এলাকায় যাতায়াত এমনকি বাজার করতেও অন্য এলাকায় যেতে পারবে না। সবাইকে নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ জারি করা হয়।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। অাইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করা হয়।