সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন
করোনার প্রভাবে দেশের অধিকাংশ সংবাদপত্র প্রকাশনা বন্ধ। জাতীয় ও আঞ্চলিক দৈনিকের প্রকাশনা বন্ধ থাকায় বেকার এবং কর্মহীন হয়ে পড়েছেন বরিশালের সংবাদপত্র হকাররা।
করোনার প্রভার শুরুর পর থেকে এ পর্যন্ত তাদের খোঁজ নেয়নি কেউ। পাশে দাড়ায়নি কোন জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান কিংবা সহৃদয়বান ব্যক্তি। এ কারনে অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা।
প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সহ সিনিয়র সাংবাদিকদের আহ্বানে বরিশাল নগরীর ১৬২জন অসহায় সংবাদপত্র হকারের মাঝে সরকারী খাদ্য সহায়তা বিতরন করেছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বৃহস্পতিবার ( ০৯ এপ্রিল) সদর উপজেলা পরিষদ চত্ত্বরে শারীরিক দূরত্ব মেনে তাদের হাতে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এ সময় প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ত্রান পেয়ে খুশীর কথা জানিয়েছেন বরিশালের সিনিয়র হকার মাজাহারুল হক বাদল, আবুল কালাম কালু ও মাইনুল হক সহ অন্যান্যরা। তারা বলেন, এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। এ কারনে তারা মানবেতর জীবন যাপন করছিলেন। জেলা প্রশাসক খাদ্য সহায়তা দেয়ায় তাদের কিছুদিনের রুজির ব্যবস্থা হলো। এ জন্য জেলা প্রশাসন তথা সরকারকে ধন্যবাদ জানান তারা।
অসহায় দুঃস্থ হকারদের মাঝে ত্রান বিতরন করায় জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রেসক্লাব সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন।
অপরদিকে যাদের হাত ধরে দিন শুরু হয় সেই সংবাদপত্র হকারদের মাঝে ত্রান দিতে পেরে খুশীর কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। সামান্য ত্রান পেয়ে তাদের পরিবারে সাময়িক হলেও দুর্দশা দূর হবে বলে আশা জেলা প্রশাসকের।
এদিকে গতকাল জেলার ৮৭টি ইউনিয়নে জনপ্রতিনিধিদের মাধ্যমে ৩৩ হাজার ৫শ’ ৯টি অসহায়-কর্মহীন পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।