সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
বরিশালে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ছয়টার দিকে নগরের কাশিপুর মাছ বাজারে জেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে ওই জাটকা জব্দ করা হয়।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ জানান, বৃহস্পতিবার সকালে কাশিপুর মাছ বাজারসহ অন্য বাজারে বিক্রির জন্য ২৫ মণ জাটকা আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা ও ১০টি ব্রেলে (জাটকা রাখার জন্য এক ধরনের পাত্র) জব্দ করা হয়।
আমাদের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দ হওয়া সব জাটকা সবার উপস্থিতিতে স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।