শনিবার, ১০ মে ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: করোনা সংক্রমন প্রতিরোধে আজ বুধবার (০৮ এপ্রিল) থেকে ১৪ এপ্রিল পর্যন্ত পটুয়াখালী পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে বাংলাদেশী শ্রমিক ভিতরে প্রবেশ বন্ধ ঘোষনা করেছেন বিসিপিসিএল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সন্ধায় বাংলাদেশী শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধর পর তারা এ নির্দেশনা জারি করেন। পায়রা তাপ বিদুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী রেজওয়ান ইকবাল খান জানান, পায়রা তাপ বিদুৎ কেন্দ্রে প্রতিদিন ১৭০০ বাঙ্গালী শ্রমিক কাজের জন্য ভিতরে প্রবেশ করে। বুধবার থেকে প্লাল্টেন ভিতরে এসব শ্রমিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্লান্টের ভিতরে বর্তমানে ১৩’শ চায়নীজ নাগরিক কর্মরত রয়েছে। তারা মেডিকেল টিমের পর্যবেক্ষনে সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, বাংলাদেশী শ্রমিকদের ভিতরে কাজের জন্য প্রবেশাধিকার বন্ধ থাকলেও কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদুৎ সরবরাহ ব্যবস্থাসহ অভ্যন্তরীন অপারেশনাল কার্যক্রম চলবে। প্রতিদিন এ কেন্দ্র থেকে ৪৫০-৫০০ মেগাওয়াট বিদুৎ জাতীয় গ্রীডে সরবরাহ করা হয়ে থাকে।