রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২৮ অপরাহ্ন
বরিশালে অসহায় মানুষের কাছে গিয়ে ত্রাণ পৌছে দিচ্ছেন সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।
বুধবার (৮ই এপ্রিল) দুপুর ১ টায় তিনি নগরীর সদররোডস্থ বেলভিউ গলিতে সাধারণ মানুষের হাতে ত্রাণ তুলে দেন।
এসময় মন্ত্রী বলেন, এপ্রিল মাস করোনা বিস্তারের জন্য ঝুঁকির মাস। এই মাসটিতে প্রত্যেককে ঘরে থাকা নিশ্চিত করার জন্য সরকার নিম্ন আয়ের মানুষের জন্য ত্রাণের ব্যবস্থা করেছে, তারপর এখনও অনেকে অনাকাঙ্খিতভাবে অপ্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি নিশ্চিত করা না গেলে জীবন ঝুকিতে পরবে। তাই সবাইকে ঘরে থাকার জন্য বিনীত আহবান জানান তিনি।
এছাড়া মন্ত্রী বলেন, খাবারের কোন সংকট নেই, হটলাইনে ফোন দিলে পৌছে দেয়া হবে খাবার।
এদিকে বরিশাল সিটি করপোরেশনের মেয়রের পক্ষ থেকে আজ নগরীর বিভিন্ন ওয়ার্ডে ১৪ শত কর্মহীন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।