সোমবার, ১৪ Jul ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন
বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত করার পাশাপাশি অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে সেনা সদস্যদের সহযোগীতায় ৯টি দোকান মালিককে ২২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
আজ এই অভিযান পরিচালনা করা হয়।
এছাড়া নগরীর নাজির মহল্লা এলাকায় অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা করা এবং মোবাইল কোর্ট টিমের কার্যক্রম মোবাইলে ভিডিও করার অপরাধে ফুয়াদ নামের এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
সকালে নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ড, আমতলার মোড়, সাগরদী, রুপাতলি, সদর রোড ও চককাবাজর এলাকায় জেলা প্রশাসনের দুটি টিম মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।