রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন
বরিশালে সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধ আর বাজার তদারকির জন্য নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কাঠপট্টিতে ইলেট্রিক পণ্যের দোকান নিষেধাজ্ঞা অমান্য করে খোলা রাখায় পাঁচটি দোকানের প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করো হয়েছে।
এদিকে মহল্লার দোকান পাট দুপুর দুইটা পর্যন্ত ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার নির্দেশ জারি করা হয়েছে। এমন খবর পেয়ে জনতা নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে ভিড় করেছে।
তারা প্রয়োজনেই ঘর থেকে বাইরে বের হয়েছেন এবং প্রয়োজনীয় পণ্য কিনছেন বলে জানায়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বী বলেন, তাদের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দোকান খোলা রয়েছে তাদেরকে জরিমানা করেছেন।