শনিবার, ১০ মে ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
মাদারীপুর পুলিশের প্রশিক্ষনকালীন উপ-পরিদর্শক (পিএসআই) এখন ঝুঁকিমুক্ত বলে জানিয়েছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তবে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।
আজ সকাল ১১ টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ বাকির হোসেন জানান, গতকাল রোববার রাত ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিএসআই তনিমা বাড়ৈকে রক্তাক্ত জখম অবস্থায় ভর্তি করা হয়। তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের জখম রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তিনি অনেকটা নিস্তেজ হয়ে পড়েছিলেন। এরপর চিকিৎসকবৃন্দ আন্তরিক চেষ্টা চালিয়ে যথাযথ চিকিৎসা প্রদান করলে তিনি এখন ঝুঁকিমুক্ত আছেন।
মাদারীপুরের বিভিন্ন সূত্র থেকে জানাগেছে, রোববার রাতে মাদারীপুর শহরের লেকের পাড়ের পৌর শিশু পার্কের পাশে তনিমা বাড়ৈকে উপর্যপুরি কুপিয়ে আহত করা হয়। থানা থেকে ডিউটি শেষে তিনি বের হয়েছিলেন। তনিমার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে কোপানোর ঘটনায় জড়িতরা পালিয়ে যায়।
অনিমাকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়